শিলিগুড়ি,১ নভেম্বরঃ চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল উত্তরকন্যায় কর্মরত দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে।অভিযুক্তরা হল মইনুল রহমান ও বিষ্ণুপদ গুপ্ত। এরা দুজনই ফুলবাড়ির বাসিন্দা।ইতিমধ্যেই বিষ্ণুপদ গুপ্তকে ধরেছে পুলিশ।মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই উত্তরকন্যায় নিরাপত্তা রক্ষীর কাজ করছে।অভিযোগ, শিলিগুড়ির একটি নার্সিংহোমে চাকরি দেওয়ার নামে জলপাইগুড়ির তিন যুবতীর কাছ থেকে টাকা নেয় মইনুল রহমান।এরপর বুধবার ওই যুবতিদের বিষ্ণুপদ গুপ্তকে সঙ্গে নিয়ে উত্তরকন্যায় গিয়ে তার সঙ্গে দেখা করার কথা বলে।কিন্তু সেখানে পৌঁছে মইনুল রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি যুবতিরা।এরপরই তাদের সন্দেহ হলে তারা বিষয়টি উত্তরকন্যার আধিকারিকদের জানায়।এরপর ঘটনার খবর দেওয়া হয় পুলিশে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষ্ণুপদ গুপ্তকে আটক করে।অন্যদিকে পলাতক রয়েছে মূল অভিযুক্ত মইনুল রহমান।তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে এনজেপি থানার পুলিশ।