শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ করোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন দিনআনা-দিনখাওয়া মানুষেরা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, পুলিশ, সাংবাদিক, সমাজসেবীরা সেইসব মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
আজ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আশ্রমপাড়া কার্যালয়ের তরফে ২০০ গরীব পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।
এদিন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জেলা ম্যানেজার সরোজ কুমার ছেত্রী, জনসংযোগ আধিকারিক রবীন্দ্র কুমার এবং স্থানীয় একটি সংবাদপত্রের জেনারেল ম্যানেজার প্রলয় চক্রবর্তীর নেতৃত্বে চাল, ডাল, তেল, আলু সহ সাবান বিতরণ করা হয়।