শিলিগুড়ি, ১৯ অক্টোবরঃ খোলামেলা মন্ডপ সজ্জা, ১০ ফিটের দূরত্ব রেখেই করতে হবে প্রতিমা দর্শন।এবারে এমনটাই উদ্যোগ গ্রহণ করেছে হায়দারপাড়া স্পোটিং ক্লাব।
জানা গিয়েছে, হায়দার পাড়া স্পোর্টিং ক্লাবের দূর্গা পুজোএবারে ৫১ তম বর্ষে পদার্পণ করল।করোনার জেরে হায়দার পাড়া স্পোর্টিং ক্লাবের পুজোর বাজেট থেকে শুরু করে পুজোর আয়োজনেও ভাটা পড়েছে।প্রতিবছর ২৫-৩০ লক্ষ টাকা বাজেটে পুজো হয়ে থাকে।কিন্তু এবছর তাদের বাজেট মাত্র ২ লক্ষ টাকা।এবারে দর্শনার্থীদের ১০ ফিটের দূরত্ব রেখেই প্রতিমা দর্শন করতে হবে।
এছাড়াও প্রতিবছর দর্শনার্থীদের ভোগের প্রসাদ দেওয়া হয় পাশাপাশি দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়, করোনা জেরে সমস্তটাই স্থগিত রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।অষ্টমীর অঞ্জলিতেও রয়েছে নিষেধাজ্ঞা।পাঁচ থেকে ছয় জন একসঙ্গে অঞ্জলি দিতে পারবেন এরফলে সারাদিনই তাদের চলবে অঞ্জলি।
ক্লাবের যুগ্ম সম্পাদক নিমাই পাল জানান, তাদের এবারের থিম নান্দনিক।প্রতি বছরের তুলনায় এবছর তাদের ৮০ শতাংশ পুজোর বাজেট কমে দাঁড়িয়েছে।করোনা মহামারির কথা মাথায় রেখে সরকারি নির্দেশিকার দিকে ধ্যান দেওয়া হয়েছে।