শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ আগুনে পুড়ে ভস্মীভূত হল বাড়ি।বুধবার দুপুরে হায়দারপাড়ার পরশমনি রোডে একটি দোতলা বাড়ির উপরতলায় আগুন লাগে।
জানা গিয়েছে, বাড়ির উপর তলায় এক মহিলা তাঁর ছেলেকে নিয়ে থাকতেন।ছেলেকে বাড়িতে রেখে মহিলা কাজে গিয়েছিলেন।সেইসময় বাড়িতে আগুন লাগে।
এদিকে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেই স্থানীয়রা ছুটে আসেন।বাড়ির ভেতর থেকে কিশোরকে বের করে আনা হয়।পরে আগুনের খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও আগুনে দোতলার সমস্ত ঘর ও সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।
এদিকে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।আশপাশের বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন।