জলপাইগুড়ি, ১ ডিসেম্বরঃ হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ সহ সীমান্ত এলাকা পরিদর্শনে হলদিবাড়িতে এলেন সস্ত্রীক ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান ও তাঁর সচিব জাকির আহম্মেদ।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে হলদিবাড়ি রেল স্টেশনের কাজ পরিদর্শন করে রেলের ট্রলিতে করে সীমান্তে পৌঁছন তারা।সেখানে উপস্থিত দুই দেশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।সেখানে উপস্থিত ছিলেন কমিশনারের স্ত্রী জাকিয়া হাসনাদ, বিএসএফের ডিআইজি (জি)রাজীব রঞ্জন শর্মা সহ অন্যান্য আধিকারিকরা।
এরপর বাংলাদেশ থেকে আসা বিশেষ ট্রেনে চিলাহাটি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন তিনি।বিকেলে এই পথেই হলদিবাড়ি ফিরবেন বলে জানা গিয়েছে।