কালচিনি, ১১ মেঃ মঙ্গলবার সকালে কালচিনি থানার অন্তর্গত হ্যামিল্টন গঞ্জ এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মৃতের নাম অজিত ওঁরাও।
জানা গিয়েছে, এদিন বাড়ির সামনে একটি গাছে অজিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে কালচিনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
