শিলিগুড়ি, ১০ নভেম্বরঃ শিলিগুড়ির মোহরগাঁও চা বাগানে হ্যান্ড গ্রেনেড জাতীয় বস্তু উদ্ধার।ঘটনা ঘিরে বৃহস্পতিবার দুপুর থেকে চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে চা বাগানের কাছে সার বানানোর এক জায়গায় গ্রেনেড জাতীয় ওই বস্তুটিকে পড়ে থাকতে দেখেন বাগানের এক শ্রমিক।নকল ভেবে সেটিকে উঠিয়ে নিয়ে আসে।এরপর বাগানে কার্যালয়ের কাছে এক জায়গায় সেটিকে রেখে দেয়।এরপরই অন্যান্যদের জানাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রধাননগর থানার পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে এলাকায় যায় সিআইডি এর বোম্ব স্কোয়াড টিম।যদিও এদিন সন্ধ্যে হয়ে আসায় গ্রেনেড জাতীয় বস্তুটিকে নিষ্ক্রিয় করা যায়নি।সেটিকে শুক্রবার নিষ্ক্রিয় করবে সিআইডি এর বোম্ব স্কোয়াড টিম।
