শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সিং হোস্টেলের শৌচাগার থেকে প্রথম বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মৃতার না মিতালী বর্মন(২০)।দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা ছিলেন ছাত্রী।
জানা গিয়েছে, সম্প্রতি ছাত্রীর মায়ের মৃত্যু হয়েছে।এই নিয়েই হতাশাগ্রস্থ ছিল সে।শনিবার সকালে মিতালীর ঝুলন্ত দেহ দেখতে পান হস্টেলের অন্যান্য ছাত্রীরা।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ফাঁড়ির পুলিশ পৌঁছে ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।