শিলিগুড়ি, ১৮ ডিসেম্বরঃ শিলিগুড়ির দেবীডাঙা সংলগ্ন দক্ষিণ পলাশ এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।মৃতের নাম চারুচন্দ্র রায়(৫৩)।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশকিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।পরিবারের প্রাথমিক অনুমান মানসিক অবসাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় প্রধাননগর থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।