রাজগঞ্জ, ৩১ ডিসেম্বর: হাঁস-মুরগি পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে রাজগঞ্জের হ্যান্ডিক্যাপড চিল্ড্রেন হোমের বিশেষভাবে সক্ষমরা।
রাজগঞ্জের বাখোয়াবাড়িতে হাওড়া সাউথ পয়েন্টের হ্যান্ডিক্যাপড চিল্ড্রেন হোমে প্রায় ৫০ জন আবাসিক রয়েছেন।ব্লক প্রাণিসম্পদ দপ্তর থেকে ওই হোমকে দুই শতাধিক হাস-মুরগির বাচ্চা দেওয়া হয়।
হোমের ইনচার্জ ডালিয়া ধারা বলেন, ব্লক প্রাণিসম্পদ দপ্তরের দেওয়া হাঁস ও মুরগি থেকে প্রতিদিন অনেক ডিম উৎপাদন হচ্ছে।ওই ডিম আবাসিকদের প্রোটিনের যোগানের পাশাপাশি তা দিয়ে আর্থিক সহায়তাও হচ্ছে।
ব্লক প্রাণিসম্পদ আধিকারিক উমাশঙ্কর সেন বলেন, বাখোয়াবাড়ি হ্যান্ডিক্যাপড চিল্ড্রেন হোমকে বেশকিছু হাঁস ও মুরগির বাচ্চা দেওয়া হয়েছে।তা থেকে ডিম উৎপাদন করে ওই আবাসিকদের প্রোটিনের যোগানের পাশাপাশি আর্থিক সহায়তা হচ্ছে।হোম কর্তৃপক্ষকে হাঁস ও মুরগির সংখ্যা বৃদ্ধির জন্য বাচ্চা উৎপাদন করার পরামর্শ দেওয়া হয়েছে।