করোনা ভাইরাসের প্রকোপ না কমতেই চিনে হানা নতুন ভাইরাসের।নতুন এই ভাইরাসের নাম ‘হানটা ভাইরাস’।মূলত ইঁদুর থেকে ছড়ায় এই ভাইরাস।হানতা ভাইরাসে আক্রান্ত হলে ক্লান্তি,জ্বর,শ্বাসকষ্ট জনিত সমস্যা,মাসল পেইন,মাথা যন্ত্রণা,চোখে ঝাপসা দেখা ও পেটের সমস্যা দেখা দেয়।যা প্রাণঘাতী হয়ে ওঠে।ইতিমধ্যেই চিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
চিনের গ্লোবাল টাইমস ট্যুইট করে জানিয়েছে, মৃত ব্যক্তি চিনের ইউনান প্রদেশের বাসিন্দা। গত সোমবার তিনি বাসে করে যাচ্ছিলেন শ্যানডং প্রদেশে। সেই সময়ই বাসেই মৃত্যু হয় তাঁর। বাসের অন্য ৩২ যাত্রীরও নমুনা পরীক্ষা করা হচ্ছে।
(ইন্টারনেট চিত্র)