শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ পাহাড়ে একটি সভায় হনুমানকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ ডঃ হরকা বাহাদুর ছেত্রীর বিরুদ্ধে।এই নিয়ে আজ শিলিগুড়িতে বিক্ষোভ দেখালো রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন।
এদিন মাল্লাগুড়ির হনুমান মন্দিরের সামনে একজোট হয়ে হরকা বাহাদুর ছেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।হাতে প্ল্যাকার্ড নিয়ে হরকা বাহাদুর ছেত্রীর ক্ষমা চাওয়ার দাবি তোলেন তারা।পাশাপাশি মিছিল করে প্রধাননগর থানায় গিয়ে হরকা বাহাদুর ছেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সংগঠনের সদস্যরা।
