শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ ‘হারের ভয়ে পুরনিগম,পৌরসভা ও মহকুমা পরিষেদের নির্বাচন করাতে চাইছে না রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস’।এই অভিযোগ তুলে অবিলম্বে শিলিগুড়ি সহ রাজ্যের সমস্ত মেয়াদ উত্তীর্ণ পুরনিগম,পৌরসভা ও মহকুমা পরিষদ গুলির নির্বাচনের দাবি জানিয়ে বৃহস্পতিবার কংগ্রেস ও বামফ্রন্ট যৌথ ভাবে স্মারকলিপি দিল মহকুমাশাসক প্রিয়দর্শিনী এস’কে।
বিধানসভা সহ পুরনিগম ও মহকুমা পরিষদের নির্বাচনে এক সাথে লড়াই করার সিদ্ধান্ত গ্রহন করেছে কংগ্রেস ও বামফ্রন্ট।সেই কারনে ইতিমধ্যেই কোমর বেঁধে বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহন করতে দেখা যাচ্ছে শংকর মালাকার ও অশোক ভট্টাচার্যকে।জোটের প্রথম কর্মসুচি হিসেবে এই দুই দল বিধানসভা নির্বাচন সহ অন্যান্য নির্বাচন দ্রত করাবার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে।
আগামী জানুয়ারি মাসে এই দুই দল শিলিগুড়িতে জনসভা করার কর্মসুচিও গ্রহন করেছে বলে জানা গিয়েছে।বৃহস্পতিবার এই কর্মসুচিতে উপস্থিত হয়ে অশোক ভট্টাচার্য ও শংকর মালাকার উভয়ই তৃনমুলকে আক্রমন করেন।তারা জানান, ‘শুধুমাত্র হারের ভয়ে রাজ্যের শাসক দল পুরনিগম,পৌরসভাগুলির নির্বাচন করাতে চাইছে না’।
অন্যদিকে এর প্রত্যুত্তরে দার্জিলিং জেলা তৃনমুল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার বলেন, ‘কংগ্রেস ও বামফ্রন্ট এই দুই দলের অস্তিত্ব গোটা রাজ্য কেন, দেশেও নেই।আগামি বিধানসভা নির্বাচনে ওই দুই নেতার জামানত বাজেয়াপ্তই নয় এরা সাইনবোর্ডে পরিনত হবে’।