শিলিগুড়ি, ১৫ জুনঃ শিলিগুড়িতে লোডশেডিং এর ঘটনার প্রতিবাদ জানিয়ে হ্যারিকেন হাতে বিক্ষোভ মিছিলে সামিল হল সিপিআইএম শিলিগুড়ি ২ নম্বর এরিয়া কমিটি।
বৃহস্পতিবার শিলিগুড়ির হিলকার্ট রোডে সিপিএমের দলীয় দপ্তর অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে হ্যারিকেন নিয়ে মিছিল বের করে সিপিআইএম।এরপর হিলকার্ড রোড়ে বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়।পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
শহরজুড়ে লোডশেডিং হচ্ছে তাতে ভোগান্তির শিকার হচ্ছে আমজনতা।তাদের দাবী, অবিলম্বে এই লোডশেডিং বন্ধ করতে হবে।যদি সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।