শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারী: গত ৬ মাসে হারিয়ে যাওয়া ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি থানা,খালপাড়া ফাঁড়ি ও পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ।
বিগত ৬ মাসে এই থানা এলাকাগুলোতে চুরি,ছিনতাই ও হারিয়ে গিয়েছিল মোবাইল ফোনগুলি।এই বিষয়ে পুলিশের কাছে বেশকিছু অভিযোগ জমা পড়ে।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
বৃহস্পতিবার শিলিগুড়ি থানায় ডিসিপি রাকেশ সিং এই ৫৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি সকলেই।পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সকলে।
এই বিষয়ে ডিসিপি রাকেশ সিং জানান, মোট ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।যার বাজার মূল্য ১০ থেকে ১২ লক্ষ টাকা।