রাজগঞ্জ, ১০ মার্চঃ প্রায় এক বছর আগে হারিয়ে যাওয়া দুই নাবালক ফিরল বাড়িতে।খুশির হাওয়া রাজগঞ্জের আমবাড়ি এলাকার গধেয়াগছের ওই পরিবারে।বুধবার গ্রীন জলপাইগুড়ি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দুই নাবালককে পরিবারের হাতে তুলে দেয়।
জানা গিয়েছে, গধেয়াগছের ফুলচান ওঁরাও এবং তার স্ত্রী ফুকুমণি ওঁরাও চা বাগানের শ্রমিক।তাদের চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।গত বছর মার্চ মাসে ফুলচানের দুই ছেলে জয়প্রকাশ ওঁরাও(১২) ও আশিক ওঁরাও(১০) নিখোঁজ হয়ে যায়।পরিবারের তরফে বিভিন্ন যায়গায় খোঁজ করেও সন্তানদের সন্ধান পায়নি।
গ্রীন জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অংকুর দাস বলেন, কয়েকদিন আগে ঝাড়খন্ডের ধানবাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি জানায় গতবছর ২২ মার্চ থেকে জলপাইগুড়ির দুটি নাবালক ছেলে তাদের হেফাজতে রয়েছে।তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা চায়।সেইমতো অনেক কষ্টে তাদের পরিবারকে খুঁজে পাওয়া যায়।এরপর সংস্থার সভাপতি মজিদ আলম দুই নাবালককে আনতে ধানবাদে যান।সংস্থার খরচে নাবালকদের এনে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।তিনি আরও বলেন, পরিবারটি অত্যন্ত গরিব।শিক্ষারও অভাব রয়েছে।তাই এব্যাপারে সরকারের বিশেষ উদ্যোগ নেওয়া উচিত।