শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ তাড়াহুড়োয় সোনার গয়না সহ ব্যাগ টোটোতে ফেলে নেমে পড়েছিলেন শিলিগুড়ির গুরুং বস্তির বাসিন্দা দিলীপ মাহাতো।সেই ব্যাগ ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ।
জানা গিয়েছে,ওই ব্যক্তি হিলকার্ট রোড়ের একটি দোকান থেকে সোনার গয়না কিনে বাড়ি ফিরছিলেন।সেইসময় ব্যস্ততার মধ্যে গয়নার ব্যাগটি ফেলেই টোটো থেকে নেমে পড়েন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই টোটোতে থাকা এক মহিলা সেই ব্যাগটি দেখতে পেয়ে ভেনাস মোড়ের ট্রাফিক কর্মীদের বিষয়টি জানান।এরপরই ট্রাফিক পুলিশ ওই টোটোকে দাঁড় করিয়ে ব্যাগটি উদ্ধার করে।ওই ব্যাগটিতে সোনার গয়না এবং একটি ক্যাশ মেমো পাওয়া যায়।এরপরই সোনার দোকানের মালিকের সঙ্গে যোগাযোগ করেন ট্রাফিক পুলিশের কর্মীরা।এরপরই উপযুক্ত প্রমাণ নিয়েই দিলীপ মাহাতোর হাতে ব্যাগটি তুলে দেওয়া হয়।
দিলীপ মাহাতো জানান,তাড়াহুড়ায় টোটো চালককে টাকা দিতে গিয়েই তার পকেট থেকে পড়ে যায় ব্যাগটি। তখন তিনি বুঝতে পারেননি।এরপরই বাড়ি গিয়ে ব্যাগ না পেয়ে চিন্তায় পড়েন।এরপরই সেই সোনার দোকানে যোগাযোগ করে জানতে পারেন ব্যাগটি ট্রাফিক পুলিশের কাছে রয়েছে। তৎক্ষণাৎ সে ভেনাস মোড়ে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে ব্যাগটি নিয়ে যান।