মালবাজার, ৬ অক্টোম্বরঃ বিসর্জনের সময় বিপর্যয়। মালবাজারে হড়পা বানের জেরে মৃত্যু হল ৮ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন।বুধবার রাতে বিসর্জন চলছিল। সেসময় মাল নদীতে হড়পা বান আসে। নদীর জলের স্রোতে ভেসে যান বহু মানুষ। কয়েকজনকে উদ্ধার করা হলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতদের মালবাজার হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, মাল নদীতে বিসর্জনের জন্য একটি অস্থায়ী বাঁধ বানানো হয়েছিল।কিন্তু পাহাড়ে বৃষ্টির জেরে নদীর জল বাড়তে থাকে।অন্ধকার থাকায় অনেকে বুঝতে পারেননি।নিমেষের মধ্যে জলে ভেসে যান বহু মানুষ।বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু করে এনডিআরএফ।
এদিকে মৃতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ট্যুইট করে শোকপ্রকাশ করেন তিনি।
ঘটনায় ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।