হর্ষিত আগরওয়াল খুন কাণ্ডঃ গ্রেপ্তার ২ যুবক

শিলিগুড়ি,৪ জানুয়ারিঃ গজলডোবার কাছে বানিয়াপাড়ায় হর্ষিত আগরওয়াল খুনের ঘটনায় গ্রেপ্তার ২ জন। ধৃতদের নাম অন্যতম রায় ও সঞ্জীত রায়। তারা নওয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।


এনজেপি থানা সূত্রে খবর, ২ যুবক এর আগেও বেশকিছু ছিনতাই সহ নানা চুরির ঘটনায় অভিযুক্ত। ক্যানেল রোডে পর্যটক ও যুবক-যুবতীদের গাড়ি থামিয়ে তারা ছিনতাই করতো। ১ জানুয়ারি বানিয়াপাড়া এলাকায় বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন গঙ্গানগরের বাসিন্দা হর্ষিত। সেখানে দুষ্কৃতি হামলায় মারা যান হর্ষিত আগরওয়াল। এরপর তদন্তে নেমে আমবাড়ি ফালাকাটা ফাঁড়ির পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি চলবে ও তদন্তের অন্যান্য দিক খতিয়ে দেখা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *