হাসিমারা, ২৭ ডিসেম্বরঃ রবিবার রাতে হাসিমারা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।ঘটনাটি ঘটেছে হাসিমারা ১৩ নম্বর এলাকায় ভুটানগামী এশিয়ান হাইওয়েতে।
জানা গিয়েছে, এদিন জয়ঁগা থেকে হাসিমারা যাওয়ার পথে ১৩ নম্বর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারে বাইক আরোহী যুবক।ঘটনায় গুরুতর জখম হয় যুবক।
খবর পেয়ে হাসিমারা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
অভিযোগ, ট্রাকটি কোনো পার্কিং লাইট না জ্বালিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল।এরফলে এই দুর্ঘটনা ঘটে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।