শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ হাতি ও মানুষের মধ্যে সহাবস্থান ও সচেতনতা বৃদ্ধি করতে এবং বনদপ্তরের কাজের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে অনুষ্ঠিত হবে হাতি বন্ধু মেলা।আগামী ১৩ই ডিসেম্বর বাগডোগরা বনদপ্তরের রেঞ্জ অফিসে এই হাতি বন্ধু মেলা অনুষ্ঠিত হবে।
জানা গিয়েছে, তিনদিন ব্যাপী এই মেলায় একাধিক অনুষ্ঠান থাকবে।পাশাপাশি হাতি নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে।এই মেলার একাধিক স্টলে হাতি ও মানুষের সংঘর্ষ রুখতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রদর্শিত হবে।সঙ্গে শিশুদের মনোরঞ্জন ও বিনোদনের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।পাশাপাশি কৃষকেরা সরকারি ক্রয়মূল্যে ধান বিক্রি করতে পারবেন।
এদিন কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পান্ডে জানান, সাধারণ মানুষের সঙ্গে বনদপ্তরের সুসম্পর্ক স্থাপনের জন্যই এই উদ্যোগ।পাশাপাশি বনসৃজনের বার্তা দেন তিনি।