শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন জাম্বো গ্রুপের যৌথ সহযোগিতায় তিন দিবসীয় হাতি বন্ধু মেলা অনুষ্ঠিত হল বাগডোগরায়।গতকাল থেকে শুরু হয়েছে মেলা।
মানুষের সঙ্গে হাতির সংঘাত রুখতে এবং বিকল্প কৃষির মাধ্যমে কৃষকদের উৎসাহিত করতে বাগডোগরা রেঞ্জে হাতি বন্ধু মেলা অনুষ্ঠিত হল।একাধিক স্টল রয়েছে মেলায়।
কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পান্ডে জানান, হাতি ও মানুষের সংঘর্ষ এড়াতে ও একই সঙ্গে ধানের পাশাপাশি মৎস্য পালন, সবজি ও মৌমাছি পালনের প্রতি আগ্রহ বাড়িয়ে কৃষকদের সহায়তা করা এবং বসতি বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের সংখ্যা কমায় হাতি নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।