কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের উদ্যোগে বাগডোগরায় শুরু হল তিনদিবসীয় হাতি বন্ধু মেলা

বাগডোগরা, ২৮ ডিসেম্বরঃ বাগডোগরায় শুরু হল তিনদিবসীয় হাতি বন্ধু মেলা।কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন জাম্বো গ্রুপের যৌথ সহযোগিতায় শুরু হল এই মেলা।


এদিন বাগডোগরা বনদফতরের রেঞ্জে হাতি বন্ধু মেলার উদ্বোধন করেন ডিএফ‌ও। সঙ্গে ছিলেন একাধিক আধিকারিকরা।হাতির উপদ্রব করা বিভিন্ন এলাকার কৃষকেরা স্টল করেছেন এই মেলায়।পাশাপাশি মেলায় বনদফতরের সঙ্গে সম্পর্ক স্থাপন ও সচেতনতা বৃদ্ধি করা হয়।এক‌ইসঙ্গে ভালো কাজের প্রশংসা করে ১৮ জন বনকর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়।

কার্শিয়াং বনদফতরের ডিএফও দেবেশ পান্ডে জানান, হাতি ও মানুষের সংঘর্ষ এড়াতে ও এক‌ই সঙ্গে ধানের পাশাপাশি মৎস্য পালন, সবজি ও মৌমাছি পালনের প্রতি আগ্রহ বাড়িয়ে কৃষকদের সহায়তা করা এবং বসতি বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের সংখ্যা কমায় হাতি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই মেলার আয়োজন।এবছর এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে যা বিগত বছরের তুলনায় অর্ধেক।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *