চাপরামারি, ৫ জানুয়ারিঃ ডুয়ার্সের জঙ্গলে হাতি মৃত্যুর ঘটনা রুখতে এবার প্রযুক্তির ব্যবহার শুরু করতে চলেছে রেল দপ্তর।রেল পথে বসানো হবে সেন্সর।সোমবার চাপরামারিতে রেল ও বনদপ্তরের উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।জানা গিয়েছে, আগামী আর্থিক বছরের মধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হবে।
রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে মেনেজার কেএস জৈন জানান, মূলত এই সেন্সর অপটিক ফাইবার দিয়ে কাজ করবে।রেল চলার সময় রেল পথে কোন বন্যপ্রাণী রেল পথে উঠে পড়লে রেলের চালকের কাছে বার্তা পৌঁছে যাবে।ফলে চালক রেলের গতি কমিয়ে ফেলতে পারবেন।এতে সময় ও কর্মী সংখ্যা দুটোই বাঁচবে।
রাজ্য বনদপ্তরের চিফ ওয়াল্ডলাইফ ওয়ার্ডেন বিনোদ কুমার যাদব জানান, এদিনের বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে।আলোচনায় দু’পক্ষই সন্তুষ্ট।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আর্থিক বছরে এই প্রকল্পের কাজ শুরু হবে।