শিলিগুড়ি,২২ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গে ক্রমশ বেড়েই চলেছে হাতি মৃত্যুর ঘটনা।প্রায়ই দেখা যাচ্ছে কখনও বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কখনও বা পথ কিংবা রেল দুর্ঘটনায় আবার কখনও চা বাগানে লাগানো ব্লেড ফেন্সিং-এ আঘাত পেয়ে মৃত্যু হচ্ছে হাতির।আজ বেঙ্গল সাফারিতে এসে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি।এরপর হাতি মৃত্যু রুখতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও করেন মন্ত্রী।বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল হাইওয়ে বিভাগের আধিকারিকেরা,টি অ্যাসোসিয়েশনের সদস্যরা,বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা ও রেল দপ্তরের আধিকারিকেরা।
বৈঠকে চা বাগানে লাগানো ব্লেড ফেন্সিং গুলিকে দ্রুত সরানোর নির্দেশ দেন বনমন্ত্রী।পাশাপাশি জাতীয় সড়কে রবার স্পিড ব্রেকার লাগানোর কথা বলা হয়।অন্যদিকে শিলিগুড়ি-ফালাকাটাগামী রেলপথে ট্রেনের গতি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।এই রুটে ট্রেনের গতি কমিয়ে প্রতি ঘণ্টায় ২৫-৩০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী।
এছাড়াও বনমন্ত্রী জানান, হাতিমৃত্যু রুখতে একটি মনিটরিং কমিটি গঠন করা হবে।এই কমিটিতে এশিয়ান হাইওয়ের আধিকারিকেরা,বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা,টি অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং রেল আধিকারিকেরা থাকবেন।কমিটির তরফে হাতিমৃত্যু রুখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে এবং বিশেষ নজরদারি চলবে।