জয়ন্তীর জঙ্গলে হাতির আক্রমনে মৃত্যু হল বনকর্মীর

কালচিনি, ২ মার্চঃ কালচিনি ব্লকের জয়ন্তীর জঙ্গলে হাতির আক্রমনে মৃত্যু হল এক বনকর্মীর।এই ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃত বনকর্মীর নাম আব্দুল কায়াম মিয়াঁ।


জানা গিয়েছে, মৃত বনকর্মী কার্তিকা চা বাগানের বাসিন্দা ছিলেন ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তীতে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই বনকর্মী জয়ন্তীর জঙ্গলে ডিউটিতে গিয়েছিলেন।সেইসময় একটি হাতি তার উপরে আক্রমণ চালায় ও ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালচিনি থানার পুলিশ।বনকর্মীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *