হাতির দাঁত পাচারঃ আইআরবি জওয়ান সহ ধৃত ৬

শিলিগুড়ি, ১৫ ফেব্রুয়ারিঃ সিকিমের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটলিয়নের জওয়ান।তার আড়ালে চোরা-চালানের চক্র চালাচ্ছিল।অবশেষে হাতেনাতে হাতির দাঁত পাচার করতে গিয়ে ধরা পড়ল আইআরবি এর জওয়ান গণেশ ছেত্রী।


ওদলাবাড়িতে অভিযান চালিয়ে গণেশ ও আরও ৫ জনকে ধরল শারুগাড়া রেঞ্জ।তাদের নাম গানডুপ লেপচা, ধ্যান বাহাদুর প্রধান, রোহিত তামাং, দাওয়া শেরপা, সামসন লেপচা।ধৃত ৬ জনই সিকিমের বাসিন্দা।

বনদফতর সূত্রে খবর, এই চক্রের মূল মাথা আইআরবি জওয়ান।তার মোবাইলে পুরোনো বেশকিছু মূর্তি,টাকার ছবি পাওয়া গিয়েছে।ছক কষেই এদের ধরা হয়।তাদের কাছ থেকে প্রায় ১ কেজি ওজনের একটি হাতির দাঁত পাওয়া গিয়েছে।আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা রয়েছে বলে জানা গিয়েছে।আইআরবি এর জওয়ান হয়ে কীভাবে চোরা চালান চালাচ্ছিল তা ভেবেই অবাক হচ্ছে বনদফতরের আধিকারিকেরা।আইআরবি এর উচ্চকর্তাদের পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট অন্যান্য দফতরকেও জানানো হয়েছে।ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş