লাটাগুড়ি, ৩ এপ্রিলঃ পাচারের আগে দুটি হাতির দাঁত সহ দুজনকে গ্রেফতার করলো লাটাগুড়ি রেঞ্জ অফিসের বনকর্মীরা।
মঙ্গলবার ময়নাগুড়ি সংলগ্ন ঝাঝাঙ্গিতে একটি স্কুটি থেকে হাতির দাঁত দুটি উদ্ধার হয়।উদ্ধার হওয়া হাতির দাঁতের ওজন প্রায় সাড়ে ৫ কেজি। ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে।ধৃতরা হল আলিপুরদুয়ারের বাসিন্দা ইয়াস্কা দুকপা ও ভুটানের বাসিন্দা ওয়াংদি।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে পাচারের আগে এই হাতির দাঁত দুটি উদ্ধার করা হয়। পাচারের ব্যবহৃত একটি স্কুটিকেও বাজেয়াপ্ত করা হয়।
ধৃতরা জেরায় স্বীকার করেছে ভুটান হয়ে অন্য দেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁত দুটি।বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।