শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ ট্রেনে করে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কোটি টাকার হাতির দাঁত।খবর পেয়ে অভিযান চালিয়ে ২ পাচারকারীকে গ্রেফতার করলো ডিআরআই।ধৃত দুজনের নাম সোলেমান খাঁ এবং রতন গোয়ালা।দুজনই অসমের বাসিন্দা।
জানা গিয়েছে, ধৃত দুজন অসম থেকে রাজধানী এক্সপ্রেসে করে হাতির দাঁত নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।এই খবর পেয়ে এনজেপি স্টেশনে অপেক্ষা করছিলেন ডিআরআই আধিকারিকেরা।শনিবার ট্রেনটি এনজেপিতে পৌছতেই অভিযান চালানো হয়।ট্রেনে থাকা দুজনের ওপর সন্দেহ হয় আধিকারিকদের।দুজনকে আটক করে জিজ্ঞাসবাদ করা হয়।ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৭ কিলো ৩২০ গ্রাম ওজনের তিনটি হাতির দাঁত।এরপরই গ্রেফতার করা হয় দুজনকে।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া হাতির দাঁতের বাজারমুল্য ১০ কোটি ৯৮ লক্ষ টাকা।হাতির দাঁতগুলি বেনারসে নিয়ে যাচ্ছিল তারা।সেখান থেকে ইন্দো নেপাল সীমান্ত হয়ে বিদেশী পাচারের পরিকল্পনা ছিল।
রবিবার ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্তে ডিআরআই।