হাতির দলের হানা, তছনছ কৃষকের সুপারি ও কলা বাগান

রাজগঞ্জ, ২৯ জুনঃ হাতির দলের হানা।তছনছ করে দিল সুপারি বাগান ও কলা বাগান।বর্তমানে মাথায় হাত কৃষকের।


জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে রাজগঞ্জের মান্তাদারিতে গ্রাম পঞ্চায়েতের ললিতাবাড়ি এলাকায় একটি হাতির দল দাপিয়ে বেড়ায়।তছনছ করে দেয় মনোরঞ্জন রায় নামে এক কৃষকের সুপারি বাগান ও কলাবাগান।

এদিন মনোরঞ্জন রায় জানান, গতকাল রাতে হাতির দলটি পার্শ্ববর্তী এলাকায় ছিল।বনকর্মীরা হাতির দলটিকে তাড়া করায় আমার বাড়ির দিকে চলে আসে।সেই হাতির দলটি প্রায় ১০০ সুপারি গাছ ও কলা গাছ ভেঙে তছনছ করে দিয়েছে।এগুলো বিক্রি করেই আমার সংসার চলতো।এর আগে ধান নষ্ট করেছিল, সেই ক্ষতিপূরণও পাইনি।এই ক্ষতিপূরণও পাবো কিনা জানিনা।


স্থানীয়রা বলেন, বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের বন্য জন্তুর সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। সবসময় বাসিন্দারা আতঙ্কের মধ্যে থাকেন। তাই বনকর্মীদের টহল বাড়ানোর দাবি করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişdeneme bonusugrandpashabet giriş