খড়িবাড়ি, ২ আগস্টঃ প্রাতঃভ্রমনে বেরিয়ে হাতির দলের মুখে পড়ে গুরুতর জখম হলেন এক বৃদ্ধ।জখম বৃদ্ধের নাম নর বাহাদুর ছেত্রী(৭২)।নকশালবাড়ির দক্ষিণ রথখোলার বাসিন্দা।
জানা গিয়েছে, সোমবার ভোরে খড়িবাড়ির বুড়াগঞ্জের কালিডাঙা এলাকায় প্রাতঃভ্রমনে বের হন নর বাহাদূর ছেত্রী।সেই সময় ঝাড়ু জোতের জঙ্গল থেকে টুকরিয়াঝাড় জঙ্গলে যাচ্ছিল একটি হাতির দল। সেই হাতির দলের মুখে পড়ে গুরুতর আহত হন বৃদ্ধ।
পরে হাতির গর্জন শুনে স্থানীয়রা ছুটে এসে জখম বৃদ্ধকে উদ্ধার করে উওরবঙ্গ মেডিক্যালে কলেজ ও হাসপাতালে পাঠায়।বর্তমান আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এই বিষয়ে কার্শিয়াঙ ডিভিশনের ডিএফত্ত দেবেশ পান্ডে জানান, ভোর রাতে হাতির করিডোরে প্রাতঃভ্রমনে বেরিয়ে এই ঘটনা ঘটেছে।পাশাপাশি করিডোরে অন্ধকারে ঘোরাফেরা না করার বার্তা দেন তিনি।ঘটনার পর মাইকিং করে ফের মানুষকে সতর্ক করছেন বনকর্মীরা।