রাজগঞ্জ, ১ ডিসেম্বরঃ গভীর রাতে লোকালয়ে হাতির হানা,অল্পের জন্য প্রাণে বাঁচলেন দম্পতি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গি সংলগ্ন ছত্তরপাড়ায়।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে একটি হাতি লোকালয়ে ঢুকে পড়ে। হাতিটি চাষের জমি হয়ে জনবসতি এলাকায় ঢুকে পড়ে।ক্ষয়ক্ষতির পরিমান সামান্য হলেও হাতির সামনে পড়ে যায় এক দম্পতি। অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা।
এই বিষয়ে শশীচন্দ্র বর্মণ বলেন, রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ একটি হাতি আমাদের চা পাতা বাগানের গেট ভেঙে সামনে চলে আসে।সেইসময় আমি আমার স্ত্রী বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দেখি চোখের সামনে রয়েছে একটি বিশাল হাতি।অল্পের জন্য পালিয়ে প্রাণে বেঁচে যাই।রাত থেকে খুব আতঙ্কে রয়েছি।
পরে খবর পেয়ে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা এলাকায় পৌঁছে হাতিটিকে জঙ্গলে পাঠায়।