খড়িবাড়ি, ২৮ মেঃ খড়িবাড়ি ব্লকের অন্তর্গত মঞ্জয়জোতে বুনো হাতির হানায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, আজ সকালে একটি বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে এলাকায় ঢুকে পড়ে।যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই।বেশকিছুক্ষন ঘোরাঘুরির পর ফের জঙ্গলে চলে যায় হাতিটি।
গ্রামবাসীরা জানান, এলাকায় প্রায় হাতি ঢোকে।এরফলে আতঙ্কে থাকেন এলাকাবাসীরা।