হাতির অত্যাচারে অতিষ্ট! বোদাগঞ্জ-গজলডোবা রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের

জলপাইগুড়ি, ২ জুনঃ হাতির অত্যাচারে অতিষ্ট হয়ে পথ অবরোধ করেলেন বাসিন্দারা। জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের নাথুয়াচরের ঘটনা। বোদাগঞ্জ-গজলডোবা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।


বৈকুন্ঠপুর বন সংলগ্ন নাথুয়াচর সহ বেশকয়েকটি গ্রাম রয়েছে তিস্তা নদীর চরে।বাসিন্দাদের পেশা সবজি চাষ করা। এই মরশুমেও বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন। কিন্তু প্রতিদিনই হাতির দল এসে সবজি ক্ষেত নষ্ট করে দিচ্ছে। সারা বছরই হাতির হামলা লেগেই থাকে। তাই রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।পথ অবরোধের জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়।বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকেও আটকে রাখা হয়।

বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন জঙ্গল থেকে হাতির দল এসে জমির ফসল নষ্ট করে দিচ্ছে। ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু বনকর্মীরা এলাকায় টহল দিচ্ছে না। হাতির দলকে জঙ্গলেও ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফোন করেও বনকর্মীদের পাওয়া যায় না বলে অভিযোগ বাসিন্দাদের।


এদিকে ঘটনার খবর পেয়ে পৌঁছান বেলাকোবার রেঞ্জ অফিসার চিরঞ্জিত পাল।বনদপ্তরের পক্ষ থেকে স্থানীয়দের সাহায্য নিয়ে টহলদারি বাড়ানোর আশ্বাস দেন তিনি।এছাড়া জঙ্গলের পাশ দিয়ে ফেন্সিং দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom giriş