রাজগঞ্জ, ১২ জুলাইঃ রাজগঞ্জে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের মহারাজঘাটে।মৃতের নাম হরিলাল দাস ( ৪৫ )।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় প্রতি রাতেই হাতি এলাকায় তাণ্ডব চালায়।রবিবার রাতেও একটি হাতি এলাকার কয়েকটি বাড়িতে হামলা চালায়।গ্রামের লোকেরা মিলে হাতিটিকে জঙ্গলে তাড়াতে গেলে হাতির হামলায় মৃত্যু হয় হরিলাল দাসের।রাতে বনদপ্তরে ঘটনা জানানো হলেও ঘটনাস্থলে বনকর্মীরা আসেনি বলে অভিযোগ।এরপর সোমবার সকালে রেঞ্জ অফিসার সহ বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীরা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান।
মৃতের দাদা হিরেন দাস বলেন, গ্রামে হাতি ঢোকার খবর পেয়ে আমার ভাই হরিলাল টাকিমারি বাজার থেকে গ্রামে আসে।স্থানীয়দের চেষ্টায় হাতিটিকে জঙ্গলে ফেরানো হয়।কিন্তু ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরে মাঠের মধ্যে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়।এরপর তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এদিন রেঞ্জ অফিসার নীলা রাই ঘটনাস্থলে গেলেও কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।