খড়িবাড়ি, ২০ নভেম্বরঃ খড়িবাড়ির মঞ্জয় জোতে হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ না পেয়ে সোমবার নকশালবাড়ির টুকরিয়াঝাড় বনদপ্তর অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করলো সারা ভারত কৃষক সভা।
অভিযোগ, গত ২৭ অক্টোবর হাতির আক্রমণে প্রথমে জখম এবং পরে মেডিক্যাল কলেজে মৃত্যু হয় স্বপন মাহালির।বনকর্মীদের বিষয়টি জানালেও তারা গুরুত্ব দেয়নি বলে অভিযোগ।গোটা ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানান মৃতের পরিবার।ক্ষতিপূরণ না পেয়ে এদিন বনদপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়।
এদিন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক ঝরেন রায় বলেন, মৃত্যুর সঠিকভাবে তদন্ত না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দ্রুত মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ সহ এলাকায় হাতি নিয়ন্ত্রণ ওয়াচ টাওয়ার, সার্চ লাইট প্রদানের দাবী জানানো হল।টুকরিয়াঝাড় বনবিভাগের রেঞ্জার বিভিন্ন এলাকায় হুমকি ও কেস দেওয়ার কাজ করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অন্যদিকে কার্শিয়াঙ বনবিভাগের এডিএফও ভূপেন বিশ্বকর্মা জানান, আমাদের মৃত্যুর খবর পরে দেওয়া হয়েছে। রেঞ্জার ও বিট অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করার পর হাতির হানায় মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট সহ ঘটনাস্থল ফের পরিদর্শন করার পর সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন তিনি।অন্যদিকে রেঞ্জারের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে জানান।
এদিন নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।