রাজগঞ্জ, ৬ ফেব্রুয়ারিঃ গভীর রাতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাড়ি।হাতির হামলা থেকে প্রাণে বাঁচতে পালাতে গিয়ে আহত হলেন একজন।সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের গোকুলভিটা এলাকায়।
জানা গিয়েছে, সোমবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ দুটি দাঁতাল হাতি গোকুলভিটা গ্রামে তান্ডব চালায়। গ্রামের বাসিন্দা রাজেশ ওঁরাও ও বিষ্ণু ওঁরাও এর পরিবারের সদস্যরা দুটি ঘরে ঘুমিয়ে ছিলেন।হঠাৎ ঘর ভাঙার আওয়াজ শুনে তাদের ঘুম ভেঙে যায়।বুঝতে পারেন যে বাড়িতে হাতি ঢুকেছে। কোনরকমে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচেন।এদিকে হাতির হামলা থেকে বাঁচতে পালাতে গিয়ে আহত হন রাজেশ ওঁরাও।তবে হাতি দুটি তান্ডব চালিয়ে ঘরে থাকা সমস্ত জিনিস ক্ষতিগ্রস্থ করে।
বেশকিছুক্ষণ তান্ডব চালানোর পর বৈকুন্ঠপুর জঙ্গলে ফিরে যায়।এই ঘটনায় আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা।আজ এলাকা পরিদর্শনে যান বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ।পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন তিনি।