রাজগঞ্জ, ৯ ডিসেম্বরঃ গভীর রাতে হাতির হানায় ভাঙলো দুটি ঘর।আতঙ্কে এলাকায় বাসিন্দারা।রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন বরুয়া পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় আড়াইটা নাগাদ একটি হাতি বরুয়া পাড়ার সোকল রায় ও পবিত্র রায়ের বাড়িতে তান্ডব চালায়।পবিত্র রায়ের ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য হলেও বিশেষচাহিদা সম্পন্ন সোকল রায়ের বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।ঘরে থাকা যাবতীয় জিনিস লন্ডভন্ড করে দেয় হাতিটি।কোনরকমে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি।
বনদপ্তরের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।