রাজগঞ্জ ১৮ মেঃ রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের নধাবাড়ি এলাকায় হাতির হানায় মৃত্যু মহিলার।শনিবার পরিবারের সঙ্গে দেখা করতে মৃতার বাড়িতে গেলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন।এছাড়া ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার।
প্রসঙ্গত, শুক্রবার নধাবাড়ি সংলগ্ন জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতির হানায় মৃত্যু হয় বিউটি রায়ের।মহিলার মৃত্যুর পর এলাকায় পুলিশ ও বনকর্মীরা গেলে স্থানীয় বাসিন্দারা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান।ধস্তাধস্তিতে চারজন বনকর্মী আহত হন। এছাড়া বনদপ্তরের দুটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে নধাবাড়ির সটিক রায়ের সাথে বিয়ে হয় বিউটি রায়ের। তাদের দুবছরের এক পুত্র সন্তানও রয়েছে।গতকালের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এলাকায় বনদপ্তরের বাড়তি নজরদারি ও ওয়াচ-টাওয়ারের দাবী জানান স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে এদিন মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিধায়ক খগেশ্বর রায় ও জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন।বিধায়ক খগেশ্বর রায় জানান, গতকাল খুব মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে।আজ সেই পরিবারের লোকের সাথে দেখা করলাম তাদের সমবেদনা জানালাম। তারা এই এলাকায় ওয়াচ-টাওয়ারের দাবী জানালেন।খুব দ্রুত ওয়াচ-টাওয়ার যাতে বানানো যায় সেই ব্যবস্থা করা হবে।