কালচিনি, ২৭ মেঃ কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তি এলাকায় হাতির হানায় মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করল বনদপ্তর।
প্রসঙ্গত, গত ১৭ মে দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তি এলাকায় বুনো হাতির হানায় মারাত্মকভাবে জখম হয় এলাকার বাসিন্দা শ্যাম সার্কি।এরপর প্রথমে তাকে লতাবাড়ি হাসপাতালে পরবর্তীতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৮ মে সকালে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
ঘটনার পরই বন দপ্তরের তরফে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়।সেইমত আজ সকালে বনদপ্তরেরে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিসার অঙ্কন নন্দী, কালচিনি বনভূমি কর্মাধক্ষ্য রোশন ওরাও ,দলসিংপাড়া প্রধান সুজাতা গোলে মৃতের বাড়িতে এসে পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করেন।