নকশালবাড়ি, ২৬ নভেম্বরঃ হাতির হানায় বাড়ছে মৃত্যুর সংখ্যা।মৃত্যু রুখতে এবারে হাতিকে জঙ্গলেই সীমাবদ্ধ করে রাখতে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করছে শিলিগুড়ি মহকুমা পরিষদ।জঙ্গলের চারপাশে নতুন করে হাতির খাদ্য হিসেবে ফল এবং কলাগাছ রোপন করা হবে।মঙ্গলবার নকশালবাড়ির পাহাড় গুমগুমা চা বাগানের দমদমা ডিভিশনে হাতির আক্রমণে মৃতের বাড়িতে গিয়ে মন্তব্য করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
উল্লেখ্য, সোমবার শৌচকর্মে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় বিজয় নাগের।ঘটনার পরই আজ সহকারি সভাধিপতি রোমা রেশমি এক্কা, মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহকে নিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন সভাধিপতি।
সভাধিপতি অরুণ ঘোষ জানান, সরকারি সহায়তার পাশাপাশি পরিবারটির চাকরির বিষয়টিও বিবেচনা করা হবে।হাতির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জঙ্গলের আশেপাশের পতিত জমিতে ফল এবং হাতির খাওয়ার উপযুক্ত গাছ রোপন করা হবে।যাতে জঙ্গলের ভেতরেই হাতি তাদের খাবার জোগাড় করতে পারে।
মৃতের ভাই সুমিত নাগ জানান, দাদা বিজয় নাথ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী।প্রশাসনের তরফে আর্থিক সাহায্য এবং চাকরির দেওয়া হলে ভালো হবে বলে জানান তিনি।