নকশালবাড়ি, ১৮ নভেম্বরঃ বাড়ি ফেরার পথে হাতির হানায় একই পরিবারের ২ ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করল বনদপ্তর।
সোমবার নকশালবাড়ির হাতিঘিসার মৌরিজোতে মৃতের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও কার্শিয়াং বনদপ্তরের ডিএফও দেবেশ পান্ডে। এদিন ২ পরিবারকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।পাশাপাশি রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ২ পরিবারের সদস্যকে বনদফতরের চাকরি প্রদান করা হবে।
এদিন উপস্থিত ছিলেন এডিএফও রাহুল দেব মুখার্জী, মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসরফ আনসারী, হাতিঘিসার প্রধান ক্যাথারিন তামাং ও বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া।
ডিএফও দেবেশ পান্ডে জানান, খুবই দুঃখজনক ঘটনা।আজ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হল এবং আগামীদিনে চাকরি প্রদান করা হবে।এশিয়ান হাইওয়ে রাস্তায় ময়লা আবর্জনার জেরে এই ঘটনা ঘটেছে।এই সমস্ত বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধির বার্তা দেন তিনি।
অন্যদিকে ঘটনার পরের দিন থেকেই পরিবারকে সহায়তা ও এলাকায় লাইটের ব্যবস্থা করা হয়েছে।সরকার মানুষের পাশে আছে বলে জানান সভাধিপতি অরুণ ঘোষ।