আলিপুরদুয়ার, ৭ জানুয়ারিঃ বুনো হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বেংদাঙ্গী এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার রাতে এলাকার বাসিন্দারা বেংদাঙ্গী এলাকায় মহাকাল পুজোর আয়োজন করেছিল।রাত ১০টা নাগাদ জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করে একটি বুনো হাতি।সেইসময় পালানোর জন্য এদিক ওদিক ছুটতে থাকেন মানুষ।সেইসময় বিনোদ মল্লিক হাতির সামনে পড়ে যান।হাতির আক্রমণে মৃত্যু হয় তার।
এদিকে গ্ৰামবাসীদের অভিযোগ, হাতি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসার পর থেকে বহুবার ফোন করা হয়েছে।কিন্তু দুর্ঘটনার প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে আসেন বনকর্মীরা।এরপর বনকর্মীদের দেখে ক্ষোভ প্রকাশ করেন গ্ৰামবাসীরা।
বনদফতরের বেংদাঙ্গী বিট অফিসার অম্বারিশ চক্রবর্তী জানান, প্রথমে আমাদের কাছে খবর আসে হাতিটি লোকালয়ে প্রবেশ করেছে।অন্যত্র একটি বাড়িতে হামলা চালিয়েছে।সেখানে আমরা যাই তারপর খবর আসে যে হাতিটি বেংদাঙ্গী বস্তিতে এসেছে।এলাকায় পৌঁছানোর আগেই দুর্ঘটনা ঘটে।