নকশালবাড়িতে জংলী হাতির হানায় মৃত্যু বনকর্মীর

নকশালবাড়ি, ২২ জুনঃ জংলী হাতির হানায় মৃত্যু হল এক বনকর্মীর।গভীর রাতে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির কলাবাড়ি বনাঞ্চলে।মৃতের নাম রাজেন্দ্র রাই।বনদপ্তরের অরণ্যসাথী পদে কর্মরত ছিলেন তিনি।


জানা গিয়েছে, নকশালবাড়ির আশাপুর চা বাগান সংলগ্ন এলাকায় চারজন বনকর্মী হাতির দলকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করছিলেন।সেইসময় একটি জংলী হাতি বনকর্মীদের উপর হামলা করে।তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও বনকর্মী রাজেন্দ্র রাই পালাতে পারেননি।হাতির হামলায় গুরুতর জখম হন তিনি।পরে অন্যান্য বনকর্মীরা তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।সেখানেই মৃত্যু হয় তার।

আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।গোটা ঘটনার তদন্ত করছে বনদপ্তর ও পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO