আলিপুরদুয়ার, ১২ জানুয়ারিঃ হাতির হানায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দক্ষিণ লতাবাড়ি এলাকায়।মৃত পুলিশ কর্মীর নাম সিণ্টু টিগ্গা।দার্জিলিং পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।সম্প্রতি ছুটিতে দক্ষিণ লতাবাড়িতে নিজের বাড়িতে এসেছিলেন।
জানা গিয়েছে, আজ ভোররাতে বক্সা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি এলাকায় প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে থাকে।এলাকায় হাতির হানা টের পেয়ে সিণ্টু টিগ্গা ও তার দুই ভাই ও এক ভাইপো ঘর থেকে বেড়িয়ে হাতি তাড়াতে যায়।
হাতিটি তাদের সুপারি বাগানে প্রবেশ করে ক্ষয়ক্ষতি করা শুরু করে।এরপর আচমকা হাতিটি তাদের দিকে তেড়ে আসায় পালাতে শুরু করে সকলে।অন্যরা পালিয়ে গেলেও সিন্টু টিগ্গা হাতির মুখে পড়ে যান।হাতির পায়ে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশকর্মীর।ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।