শিলিগুড়ি, ৫ জুনঃ নির্বাচন মিটতেই বিজেপি থেকে বেশ কয়েকজন তৃণমূলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে।তা নিয়ে শিলিগুড়িতে এসে সায়ন্তন বসুর বক্তব্য, হাতির পিঠ থেকে দু-তিনটে পিঁপড়ে নেমে গেলে হাতি তো বুঝতে পারেনা।এখানেও তাই হবে।বিজেপির মধ্যেও কোনো প্রভাব পড়বে না বলে দাবি করলেন তিনি।
শনিবার সকালে ২ নম্বর ওয়ার্ডে বিজেপির তরফে খাদ্যসামগ্রী বিলি করা হয়।সেখানেই উপস্থিত ছিলেন সায়ন্তন বসু।
সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শুভ্রাংশু রায় কী করবেন জানিনা।তৃণমূলে যাবেন কিনা আমাদের জানায়নি।যদির কথা এখন নদীতে।নির্বাচনের আগে তৃণমূলের থেকে বিজেপিতে খুব বেশী মানুষ আসেনি।এখন দুই তিনজন গেলেও কিছু যায় আসবে না।নির্বাচনের পরবর্তী হিংসা নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেন সায়ন্তন বসু।