নকশালবাড়ি, ১০ মেঃ হাতির তান্ডবে ভাঙল ঘর! প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা।নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের ছোট মনিরাম জোতে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, বুধবার ভোরে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে তান্ডব চালায় বুনো হাতি।এলাকায় চাষের জমিতে ক্ষয়ক্ষতি করার পাশাপাশি একটি ঘর ভাঙচুর করে।হাতির শব্দ পেয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পালান সেই বাড়ির সদস্যরা।হাতির তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়িটি।
এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন স্থানীয় পঞ্চায়েত ও প্রধান। জানা গিয়েছে, কলাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি।