খড়িবাড়ি, ১৯ ডিসেম্বরঃ ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে এলাকার পথবাতির আবেদন।সেই আবেদনে সাড়া দিয়ে শুরু হল রাস্তায় পথবাতি লাগানোর কাজ।
জানা গিয়েছে, খড়িবাড়ির টুকরিয়াঝাড় জঙ্গল লাগোয়া গগারু জোত এলাকায় প্রায়শই হাতির উপদ্রপ দেখা যায়। এই অবস্থায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে আবেদন করেন এলাকাবাসীরা।সেই অনুযায়ী আজ থেকে লাইট লাগানোর কাজ শুরু হল। এদিন ১০টি সোলার স্ট্রিট লাইটের উদ্বোধন করেন রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনা সিংহ। মোট ৩ লক্ষ ১৩ হাজার টাকায় ১০ টি স্ট্রিট সোলার লাইট এলাকায় বসবে।
দীর্ঘদিনের দাবীর পর অবশেষে বসছে সোলার স্ট্রিট লাইট।রাস্তায় লাইট পেয়েই খুশি স্থানীয় বাসিন্দারা।
