রাজগঞ্জ, ১০ জুলাইঃ হাতির দাঁত সহ দুই আন্তর্জাতিক পাচারকারীকে গ্রেপ্তার করল বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্স।
বৃহস্পতিবার পাহাড়ের মংপং থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে। অভিযুক্তরা হল শোভা তামাং এবং সোম শেরিং তামাং। দুজনেরই বাড়ি দার্জিলিঙে।
টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত বলেন, গোপন সূত্রে খবর আসে একটি চক্র হাতির দাঁত বাইরে পাচারের চেষ্টা চালাচ্ছে।সেই সূত্রের ভিত্তিতে বনাধিকারিকদের নির্দেশে অভিযানে নামা হয়।
বৃহস্পতিবার মংপং থেকে দুইজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম ওজনের একটি হাতির দাঁত উদ্ধার হয়।এছাড়াও একটি ৪ চাকার ছোট যাত্রীবাহী গাড়ি এবং কিছু বিদেশী মুদ্রা ও কয়েকটি ব্যাঙ্কের এটিএম কার্ড উদ্ধার হয়েছে।
তিনি আরও বলেন, ধৃতদের জেরা করে জানা গিয়েছে, অভিযুক্তরা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত। শুধু হাতির দাঁত নয়, বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও বন্যপ্রাণীর দেহাংশ পাচার করে। হাতির দাঁতটি নেপালে পাচারের উদ্দেশ্যে ছিল তারা। তাদের কাছ থেকে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলার পর রিমান্ডে নেওয়া হবে।