আলিপুরদুয়ার,১৩ অক্টোবরঃ হাতির হানায় নষ্ট কয়েক বিধা জমির ধান।মাথায় হাত মাদারিহাটের মেঘনাদসাহা নগরের কৃষকদের।
নিজেদের চাষ করা জমির ধানে বছরভর সংসার ভালোই চলে। কিন্তু এই বছর তাদের সারা বছরের খাদ্য ভাণ্ডারে হামলা চালিয়েছে হাতির দল।মাদারিহাটের মেঘনাদসাহা নগরের কৃষকদের কয়েক বিঘা জমির ধান সবে বেরোতে শুরু করেছে।আর এইসময়ই জলদাপাড়ার জঙ্গল থেকে দলে-দলে বুনো হাতি বেরিয়ে এসে নিমেষেই সাবাড় করে দিয়েছে সেই কচি ধান।
স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই রাতে হাতির দল এলাকায় হানা দেয় এবং বিঘের পর বিঘে ধানের জমি নষ্ট করে দেয়।তাদের অভিযোগ, এই ব্যাপারে বনদফতরকে বারবার বলেও কোনও কাজ হচ্ছে না।তারা পরে এসে শুধু ক্ষয়ক্ষতির পরিমাণ লিখে নিয়ে যাচ্ছে।কিন্তু কবে ক্ষতিপূরণ মিলবে তার ঠিক নেই।আর পেলেও যা পাওয়া যায় তা এই ক্ষতির সামনে তা কিছুই নয়।তাদের এখন একটাই চিন্তা কি করে তাদের সারা বছরের সংসার চলবে।